সর্বশেষ

» পদ্মা সেতুর ভয় কেটে গেছে, শ্রীলঙ্কার ভয়ও কেটে যাবে : ড. আতিউর রহমান

প্রকাশিত: ২৩. জুলাই. ২০২২ | শনিবার

চেম্বার ডেস্ক:: শ্রীলঙ্কাসহ বিশ্বব্যাপী চলমান সংকট পরিস্থিতিতে বাংলাদেশের ভয়ের কোনো কারণ নেই বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশ বর্তমানে প্রতি মাসে ১৪০-১৫০ মিলিয়ন ডলার ঋণ পরিশোধ করে। আর প্রতি মাসে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার।’

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে তিনটি গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে আতিউর রহমান এসব কথা বলেন। গ্রন্থ তিনটি হলো বঙ্গবন্ধুর গল্প, বাঙালির মুক্তির সনদ বঙ্গবন্ধুর ছয় দফা ও আধুনিক বাংলাদেশের রূপকার শেখ হাসিনা।

মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন লায়ন হামিদুল আলম সখা।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, রাজনৈতিক বিশ্লেষক সাপ্তাহিক বাংলা বিচিত্রা এবং এবিনিউজ টোয়েন্টিফোর ডট কম এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায় প্রমুখ।

আতিউর রহমান বলেন, ‘বাংলাদেশ বৈদিশক দায়-দেনার বিচারে সামান্য ঝুঁকির দেশ। ভয়ের কোনো কারণ দেখছি না। বিদেশি দায়-দেনা জিডিপির ১৬ দশমিক ৯ শতাংশ। পদ্মা সেতুর ভয় কেটে গেছে, শ্রীলঙ্কার ভয়ও কেটে যাবে। তবে সরকারের কাছে অনুরোধ, প্রবাসীদের পাঠানো টাকা আনুষ্ঠানিকভাবে আনার জন্য প্রয়োজনে আরও ইনটেনসিভ দেন। এখন আড়াই পার্সেন্ট দেওয়া হয়, প্রয়োজনে এটা আরও বাড়ান।’

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30