নগরীর তাঁতীপাড়ায় তালা ভেঙ্গে রায়ান ফ্যাশন কাপড়ের দোকানে চুরি

চেম্বার ডেস্ক:: সিলেট নগরীর জিন্দবাজারের তাঁতীপাড়ায় (এইডেড হাইস্কুলের সামনে) রায়ান ফ্যাশন কাপড়ের দোকান থেকে তালা ভেঙ্গে ১৫,০০০ টাকা চুরি হয়েছে। এ ঘটনাটি ঘটে গত বুধবার (২০ জুলাই) রাতে।
জানা যায়, প্রতিদিনের মতো রাত ৮ ঘটিকায় দোকান লাগিয়ে বাসায় গিয়েছিলেন প্রোপ্রাইটর শাকির আহমদ ও কর্মচারীরা। পরদিন সকালে এসে দেখেন সাটারের ২টি তালা ভেঙ্গে নতুন একটি তালা লাগানো হয়েছে। তখন বুঝতে আর বাকি রইলো না যে দোকানে চুরি হয়েছে। দোকানের সব মালামাল চেক করে দেখা যায়,ক্যাশের ড্রয়ার থেকে ১৫,০০০ টাকা চুরি করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার রাতে এই ঘটনার তদন্তের দাবিতে রায়ান ফ্যাশনের প্রোপ্রাইটর শাকির আহমদ সিলেট কোতোয়ালি থানায় ডিউটি অফিসারের কাছে একটি মামলা দায়ের করেন। তখন কোতোয়ালি থানার ডিউটি অফিসার ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু তদন্তের আস্থা দেন। শুক্রবার কোতোয়ালি থানার পুলিশ তদন্তের জন্য গেলেও সাপ্তাহিক ছুটির কারণে দোকানটি বন্ধ ছিলো। পুলিশ জানান পরবর্তীতে আবার তদন্ত করার জন্য আসবো।

রায়ান ফ্যাশনের প্রোপ্রাইটর শাকির আহমদ জানান, আমি এই চুরির সুষ্ঠু তদন্ত চাই এবং চোরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।