সর্বশেষ

» জালালাবাদ লিভার ট্রাস্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রকাশিত: ২২. জুলাই. ২০২২ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: 

সিলেটে হোটেল লা ভিস্তায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে জালালাবাদ লিভার ট্রাস্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। ‘সচেতনতা’, ‘সেবা’ ও ‘প্রতিরোধ’ এই তিন প্রতিপাদ্যকে ধারণ করে বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষের মধ্যে লিভার রোগ সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি এবং লিভার রোগীদের জন্য চিকিৎসা সুবিধা সহজলভ্য করার লক্ষ্যে ট্রাস্টটি প্রতিষ্ঠিত হয়েছে। লিভার রোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং সেবামূলক কর্মকান্ডেও ট্রাস্টটি ভুমিকা রাখতে যাচ্ছে বলে জানান ট্রাস্টের প্রতিস্ঠাতা চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান, সম্প্রীতি বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী সদস্য অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

উল্লেখ্য অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ইউরোএশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভরের সাধারণ সম্পাদক, ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয় হেপাটোলজি এলুমনাই এসোসিয়েশনের সভাপতি।

সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়ন এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় দুটি ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচীতে অংশগ্রহণের মধ্যে দিয়ে ২২ জুলাই শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে জালালাবাদ লিভার ট্রাস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জানালাবাদ লিভার ট্রাস্টের ট্রাস্টি ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন ও হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ব কবিমঞ্চ, আগরতলা শাখার সাধারণ সম্পাদক, কবি ও সাংবাদিক সুমিতা বর্ধন, আগরতলার কবি ও শিক্ষাবিদ নন্দিতা ভট্রাচার্য্য, কবিমঞ্চের প্রতিস্ঠাতা ও আহ্বায়ক কবি পুলক কান্তি ধর, জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশনের সাধারন সম্পাদক জনাব আহাদ জুয়েল প্রমুখ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031