সর্বশেষ

» কানাইঘাট স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটি অব নিউইয়র্ক কর্তৃক জরুরী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯. জুলাই. ২০২২ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: সাম্প্রতিক ভয়াবহ বন্যায় কানাইঘাটের দূর্গত মানুষদের আর্থিক সহযোগিতার লক্ষ্যে, আমেরিকার নিউইয়র্ক সিটির কাবাব কিং রেষ্টুরেন্টে কানাইঘাট স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটি অব নিউইয়র্ক ইউএসএ কর্তৃক এক মতবিনিময় সভা গত ১৭ জুলাই বিকাল ২ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি নাছিরুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাব’র সভাপতি,এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ।
সভায় কানাইঘাটের ৯ টি ইউনিয়ন ও পৌরসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, মেয়র, প্রেসক্লাব নেতৃবৃন্দ, চেয়ারম্যানবৃন্দের সমন্বয়ে দূর্গতদের তালিকা করে প্রাথমিক পর্যায়ে দূর্গত মানুষদের মধ্যে ৩ লক্ষ টাকা আর্থিক সহযোগীতা প্রদান ও পরবর্তী পর্যায়ে তালিকা করে ক্রমান্বয়ে আর্থিক সহযোগীতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা আব্দুল হাই,সমন্বয়ক সাবেক ব্যাংকার মোঃ মর্তুজ আলী, অর্থ সম্পাদক জয়নাল আহমেদ,সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার ইসলাম,সদস্য আবু হেনা শওকত,মোস্তফা কামাল,সিরাজুল হক,ফখর উদ্দিন,শহিদুল ইসলাম,সাইফুল ইসলাম আলী হোসেন, রাকিব মোস্তফা,ফজলুর রহমান।
সভায় বক্তারা বলেন, ভয়াবহ বন্যায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন,সমাজসেবা মূলক সংগঠন,প্রবাসী সংগঠন যেভাবে অসহায় দূর্গত মানুষদের পাশে দাড়িয়েছেন তাহা প্রসংশার দাবী রাখে।
অতীতের ন্যায় সবাইকে দূর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি অনুরোধ জানান বক্তারা।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728