শাল্লায় মুনির ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ
শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আরিফনগরে মুনির ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় হত দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ১নং আটগাও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার প্রবাদ রঞ্জন দাসের সভাপতিত্বে ও সমাজসেবী আব্দুল কাইয়ুমের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাও শাখার ইনচার্জ মাওলানা জুনাইদ আল-হাবিব। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলেমে দ্বীন অন্ধ হাফেজ নূরে আলম সিদ্দিকী, সমাজসেবী ইকবাল হোসেন, মাওলানা আবুল হাশেম, আনোয়ার হোসাইন, মোবারক হোসাইন ও মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর ফুডপ্যাক বিতরণ করা হয়। প্রতিটি ফুডপ্যাকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ বক্স ওরস্যালাইন, ২ পাতা প্যারাসিটামল ও ১ টি সিরাপ প্রদান করা হয়।