কানাইঘাট প্রতিনিধি:: স্থানীয় সরকার মন্ত্রনালয়ের আদেশের প্রেক্ষিতে কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য নাজিম উদ্দিন শপথ নিয়েছেন। আজ সোমবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি তার কার্যালয়ে ইউপি সদস্য নাজিম উদ্দিনের শপথ বাক্য পাঠ করান। এ সময় নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি নির্বাচিত ইউপি সদস্য নাজিম উদ্দিনকে নিষ্টার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রসঙ্গত যে, একটি হত্যা মামলা আসামী হয়ে বিগত লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের নির্বাচনে নাজিম উদ্দিন ৩নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে বিজয়ী হলেও নির্বাচনের পর শপথ আগেই আইনশৃংখলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে জেল হাজতে থাকার কারনে নির্দিষ্ট সময়ে তার শপথ বাক্য পাঠ করানো সম্ভব হয়নি। সম্প্রতি হত্যা মামলায় ২ মাস ১৬ দিন কারাভোগের পর জামিনে বেরিয়ে আসেন নাজিম উদ্দিন। এর পর তার শপথ গ্রহনের জন্য স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন ২৩/৬/২২ইং তারিখে এক পত্রের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি ইউপি সদস্য নাজিম উদ্দিনের শপথ বাক্য পাঠ করান।