সর্বশেষ

» কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: নির্যাতনের কথা তুলে ধরে যা বললেন ভূক্তভোগীরা

প্রকাশিত: ১৮. জুলাই. ২০২২ | সোমবার

কানাইঘাট প্রতিনিধি:: ক্ষমতার প্রভাব খাটিয়ে মামলা-হামলা ও এলাকার এজমালী বিল ও খালের টাকা আত্মসাতের প্রতিবাদ করতে গিয়ে হয়রানীর শিকার হয়ে কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল ভাড়ারীফৌদ গ্রামের মৃত মঈন উদ্দিনের পুত্র আওয়ামীলীগ কর্মী সাহেদ আহমদ। তার পক্ষে আজ সোমবার দুপুর ১টায় ক্লাব কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জাহিদুল ইসলাম। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয় বীরদল ছোটফৌদ গ্রামের সিরাজুল ইসলাম আওয়ামীলীগের দলীয় পদবী ব্যবহার করে মামুন মাস্টার গংদের নিয়ে তাদের খেয়ালখুশি মতো বীরদল ৯ মৌজার এজমালী সম্মত্তির ৫টি খাল, ৪টি বিল সম্পূর্ণ বিধি বর্হিভুত ভাবে ২৮ লক্ষ ৮২ হাজার টাকায় বড়দেশ গ্রামের প্রভাবশালী আব্দুল হাইয়ের কাছে লীজ প্রদান করে সমুহ টাকা আত্মসাৎ করে যাচ্ছেন। ৯ মৌজার সম্পত্তির জায়গার উপর আব্দুল হাই বেড়ি বাঁধ, উচুবাঁধ নির্মান করে বড় বড় মৎস্য খামার করার কারনে এলাকার হাজার একর কৃষি জমি অনাবাদি হয়ে পড়েছে। যার ফলে বৃষ্টি পানিতে জলাবদ্ধতার কারনে কৃষক শ্রমিক, দিনমজুর, খেটে খাওয়া মানুষের ঘর-বাড়ী বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকার কারনে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এমনকি খাল-বিল লীজ দেওয়ার কারনে এলাকার ২ শতাধিক জেলে পরিবার মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন না তারা কষ্টের মধ্যে রয়েছেন। সংবাদ সম্মেলনে সাহেদ আহমদ আরো বলেন, ৯ মৌজার এজমালী সম্পত্তি সরকারি বিধি বর্হিভুত ভাবে আব্দুল হাইয়ের কাছে লীজ দিয়ে লক্ষ লক্ষ টাকা সিরাজুল ইসলাম ও মামুন মাস্টার গংরা আত্মসাতের প্রতিবাদ করতে গিয়ে তাদের বাহিনীর সদস্যদের হাতে সম্প্রতি স্থানীয় বীরদল বাজারে তিনি সহ এলাকার আওয়ামীলীগের আরো অনেক নেতাকর্মীর উপর হামলা করা হয়। হামলায় আমি গুরুতর আহত হই। এই ঘটনায় সিরাজুল ইসলাম সহ হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা রেকর্ড হলেও অনেক আসামী এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করে আমি সহ আওয়ামীলীগের নেতাকর্মীদের হুমকি দিচ্ছে কিন্তু তাদের গ্রেফতার করা হচ্ছে না। ইজমালী সম্পত্তির টাকা আত্মসাৎ সহ বিভিন্ন অন্যায় কর্মকান্ডের প্রতিবাদ করায় সিরাজুল ইসলাম আওয়ামীলীগের সাধারন সম্পাদকের প্রভাব খাটিয়ে দলের অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় তার লোকদেরকে বাদী বানিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানী সহ নানা ভাবে হুমকি ধমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে নিজেকে আওয়ামীলীগের কর্মী দাবী করে সাহেদ আহমদ মামলা, হামলা থেকে রক্ষা পেতে তার দায়েরকৃত মামলার আসামীদের অবিলম্বে গ্রেফতার এবং তাদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। সেই সাথে সাহেদ আহমদ সংবাদ সম্মেলনে বার বার আওয়ামীলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া সিরাজুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রধানমন্ত্রী সহ সরকারের সকল মহলের কাছে দাবী জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ফয়জুল হাসান সহ আরো কয়েকজন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930