সর্বশেষ

» কানাইঘাটে এসডিএফের উপকারভোগীদের মধ্যে ৩ কোটি ৪৬ লক্ষ টাকা অনুদান প্রদান

প্রকাশিত: ১৬. জুলাই. ২০২২ | শনিবার

নিজাম উদ্দিন, কানাইঘাট থেকে:  সোশ্যাল ডেভলাপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কর্তৃক বাস্তবায়নাধীন রেজিলিয়েন্স, এন্ট্রাপেনিয়রশীপ অ্যান্ড লাইভলীহুড ইম্প্রুভমেন্ট জঊখও প্রজেক্ট এর আওতায় কোভিড-১৯ মহামারী ও বন্যার কারণে কানাইঘাট উপজেলায় ক্ষতিগ্রস্থ এনজেএলআইড প্রকল্পভূক্ত দরিদ্র ও অতিদরিদ্র উপকারভোগীদের মধ্যে নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৬টি ইউনিয়নের উপকারভোগী ৭০টি গ্রাম সমিতির ১২ হাজার ২’শত ৩৭ জন মহিলা সদস্যদের মাঝে নগদ ৩ কোটি ৪৬ লক্ষ ৮০ হাজার টাকা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ করেন অবসর প্রাপ্ত সিনিয়র সচিব এসডিএফ এর চেয়ারপার্সন মোঃ আব্দুস সামাদ। সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে ও এসডিএফের ডাউরেক্টর অর্থক্রয় ভারপ্রাপ্ত পরিচালক মোঃ মাহবুবুল আলমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, এসডিএফের ডাইরেক্টর সংরক্ষন ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক। উপকারভোগীদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদানকালে এসডিএফ এর চেয়ারপারস মোঃ আব্দুস সামাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পিছিয়ে পড়া দারিদ্র ও অতি দারিদ্র এলাকার নারী সমাজকে সাবলম্বী করার লক্ষ্যে ২০০০ সালে এসডিএফ গঠন করেন। এর মূল উদ্দেশ্যে হচ্ছে দারিদ্র বিমোচনের নিমিত্তে প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃজন, আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে অতিদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীকে আয়বর্ধন মূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণ, কাদ্য নিরাপত্তা নিশ্চিত করণে সহায়তা প্রদান, গ্রামীণ ক্ষুদ্র অবকাঠামো নির্মান ও পুনঃ নির্মাণ, দেশের উপকূলীয় এলাকাগুলোতে জেলে পরিবারের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সহায়তা প্রদান করে যাচ্ছে এসডিএফ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের অধিকতর দারিদ্র্যপীড়িত উপজেলার দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিশেষ করে কোভিড-১৯ মহামারীর কারণে ক্ষতিগ্রস্থ ও পুনরায় দারিদ্রতায় পতিত ২ লক্ষ ৫৫ হাজার জন উপকারভোগীর প্রত্যেককে (জঊখও) প্রকল্পের আওতায় ৫ হাজার টাকা করে মোট ১২৭ কোটি টাকা নগদ অণুদান হিসেবে বিতরণ করেছে এসডিএফ। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান আর্থিক অনুদান প্রাপ্ত এসডিএফ এর উপকারভোগী নারীদের উদ্দেশ্যে বলেন প্রধানমন্ত্রী উপহারের টাকা আপনারা প্রত্যেক সদস্য পাচ্ছেন। এই অর্থ দিয়ে নিজেদের সাবলম্বী করার চেষ্টা করবেন। ইতিমধ্যে সরকার এসডিএফ এর মাধ্যমে আপনাদের প্রত্যেকটি গ্রাম সমিতির মাধ্যমে কোটি কোটি টাকা বিতরণ করেছেন যাতে করে আপনারা ভাল ভাবে সুখ শান্তিতে পরিবার পরিজন নিয়ে সাবলম্বী হয়ে দেশের উন্নয়নে ভূমিকা পালন করতে পারেন। অনুষ্ঠান শেষে এসডিএফ এর উপকারভোগী মহিলা সদস্যদের মাঝে প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে অনুদান তোলে দেন অতিথিবৃন্দ। উপকারভোগীরা টাকা পেয়ে সেই অর্থ দিয়ে নিজেদের আরো সাবলম্বী হিসাবে প্রতিষ্ঠিত করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ হান্নান, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসর উদ্দিন আহমেদ চৌধুরী, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, সাতবাক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, দিঘীরপার ইউপির সাবেক চেয়ারম্যান আলী হোসেন কাজল, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031