তাহসীনুল কুরআন ইউকের উদ্যোগে সুনামগঞ্জে নগদ অর্থ সহায়তা বিতরণ
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, বন্যার্তদের কষ্ট উপলব্ধি করতে হলে বন্যা কবলিত এলাকায় পরিদর্শনের বিকল্প নেই। এবারের বন্যায় জানমাল, ঘর-বাড়ি, পশুপাখি ও ক্ষেতখামার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের ঘর-বাড়ি ভেঙ্গে গিয়েছে, তারা এখনো আশ্রয়হীন। সুনামগঞ্জের প্রধান সড়কে আশ্রয়হীন অসংখ্য পরিবার ঠাঁই নিয়েছেন। যারা আশ্রয়স্থলে ফেরার প্রতীক্ষায় আছেন। সামর্থ্যবান লোকদের সুদৃষ্টি ও সহযোগিতা অব্যাহত রাখা অনস্বীকার্য।
তিনি শুক্রবার তাহসীনুল কুরআন ইউকের উদ্যোগে সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তাহসীনুল কুরআন ইউকের ডিরেক্টর মো. একরামুল হকের ব্যবস্থাপনা ও মীযানুর রহমান জুবায়েরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী শাহ আমজাদ হোসাইন, সমাজসেবক আব্দুল লতিফ (ময়না) ও জমিলুল হক প্রমুখ।বিজ্ঞপ্তি