কানাইঘাটে শতাধিক পরিবারের মধ্যে ইউএনও’র ত্রাণ ও শিশু খাদ্য সামগ্রী বিতরণ
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সরকারি উদ্যোগে ত্রাণ সামগ্রী ও শিশু খাদ্য বিতরণ অব্যাহত রয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টায় পৌরসভার ৯নং ওয়ার্ডে পানিবন্দী শতাধিক পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী ও শিশু খাদ্য করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি জামাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা অসীম দেব পাপ্পু, পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শাহাব উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খাদ্য সহায়তা প্রদান কালে নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি বলেন, উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভায় সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারের প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যাপ্ত পরিমান বরাদ্দ সরকার দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতিদিনের ন্যায় আজ পৌরসভার ৯নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের খাদ্য সামগ্রী প্রদানের পাশাপাশি অর্ধ শতাধিক শিশুদের মধ্যে শিশু খাদ্য বিতরণ করেছি।