সর্বশেষ

» নজরুল হত্যা মামলার রায়ে ১৩ জনের সাজা

প্রকাশিত: ০২. ডিসেম্বর. ২০১৯ | সোমবার

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বহুল আলোচিত যুবলীগ নেতা নজরুল ইসলাম হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (২) মো: সাদাত হোসেন এ রায় ঘোষনা করেন। রায়ে ৭ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা করে অর্থদন্ড এবং ৬ জনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদন্ড আর বাকী ৯ জন আসামীকে বেকসুর খালাস দেয়া হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৭ জন হলেন- ১। কানাইঘাট উপজেলার বীরদল গ্রামের নুর মোহাম্মদের পুত্র আখতারুজ্জামান মাহমুদ (৩০), ২। একই গ্রামের ফরিদ মিয়ার পুত্র রবিউল ইসলাম (২৭), ৩। ভাটিদিহি গ্রামের ফয়জুন নুরের পুত্র সুজাউল কবির (৩২), ৪। দুর্লভপুর গ্রামের হারুন মিয়ার পুত্র সেলিম মিয়া (৩৫), ৫। শিবনগর গ্রামের সবুজ আলীর পুত্র আনহার মিয়া (৩৩), ৬। ভাটিদিহি গ্রামের নূরুল ইসলামের পুত্র খালেদ হোসাইন (২১) ও ৭। ঢালাইচর গ্রামের সাত্তার মিয়ার পুত্র আশিক মিয়া (২৬)। এছাড়া রায়ে ৭ বছর সাজাপ্রাপ্ত ৬ জন হলেন- ১। বীরদল গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র নুর আলম (২৯), ২। একই গ্রামের আব্দুস শুকুরের পুত্র জসিম উদ্দিন (২৩), ৩। ভাটিদিহি গ্রামের শাবাজ নূরের পুত্র আলী নূর (২৩), ৪। শিবনগর গ্রামের কয়ছর মিয়ার পুত্র রুমন আহমদ (২১), ৫। একই গ্রামের সাবাল হোসেনের পুত্র আতিকুর রহমান (২২) ও ৬। দলইমাটি গ্রামের মুহিবুর রহমানের পুত্র দিলোয়ার (২৫)।
রাষ্ট্রপক্ষে এপিপি এডভোকেট রাশেদা শাহিদা খানম ও আসামিপক্ষে এডভোকেট মো: কামাল হোসেন মামলাটি পরিচালনা করেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ জন ও ৭ বছরের সাজাপ্রাপ্ত ২ জন এবং খালাসপ্রাপ্ত ৪ আসামী আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকী সবাই পলাতক ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর রাত ৯টার দিকে কানাইঘাট বাজার থেকে বাড়ী ফেরার পথে অজ্ঞাত কয়েকজন দুস্কৃতিকারী কানাইঘাট উপজেলার দলইমাটি গ্রামের মতাহির ডিলারের পুত্র নজরুল ইসলাম (৩৬) এর উপর হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলাম কে হাসপাতালে নেয়ার পথে মারা যান। এই ঘটনায় পরদিন নিহতের বাবা মতাহির ডিলার ২২ জনের নাম উল্লেখ করে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২৫/২০১৩), তারিখ: ১৫/১২/২০১৩ ইং।
দীর্ঘ তদন্ত শেষে কানাইঘাট থানার এসআই আলিম উদ্দিন পাঠান ০৬/০৫/২০১৫ইং তারিখ ২২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। দীর্ঘ শুনানী ও ৫১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ সোমবার আদালত আসামীদের বিরুদ্ধে উল্লেখিত সাজা প্রদান করেন।
এই রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি এডভোকেট রাশেদা শাহিদা খানম সন্তোষ প্রকাশ করেন। আসামিপক্ষের আইনজীবী এডভোকেট মো: কামাল হোসেন বলেন, সাজানো সাক্ষীর সাক্ষ্যদানের ভিত্তিতে এই রায় ঘোষণা করা হয়েছে। কোন সাক্ষী সরাসরি খুন করতে দেখেনি। তারা কেবল শুনেছে এবং নিহতকে হাসপাতালে নিয়ে গিয়েছে। সুতরাং আমরা ন্যায় বিচার বঞ্চিত হয়েছি। উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করবো।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031