সর্বশেষ

» জগন্নাথপুর পাইকপাড়ায় সন্ত্রাসী হামলায় এলডিপির মাতৃভাষা দিবসের অনুষ্ঠান পন্ড

প্রকাশিত: ২১. ফেব্রুয়ারি. ২০২১ | রবিবার

জগন্নাথপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি আয়োজিত আলোচনা সভার অনুষ্ঠানে হামলা চালিয়েছে সরকার দলীয় নেতাকর্মীরা। আজ রোববার (২১ ফেব্রুয়ারী) বেলা ১২টার দিকে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই ঘটনা ঘটে। অনুষ্ঠান চলাকালে হঠাৎ স্থানীয় সরকার দলীয় নেতাকর্মীদের হামলায় অনুষ্ঠান পন্ড হয়ে যায়। এতে সুনামগঞ্জ জেলা এলডিপি নেতা শাহজাহান আহমদ সহ ৪/৫ জন নেতাকর্মী আহত হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলা এলডিপির যুগ্ম আহŸায়ক মোঃ শাহজাহান আহমদের উদ্যোগে আশারকান্দি ইউনিয়নের পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মহান ২১ শে ফেব্রæয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার বেলা ১২টার দিকে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিএনপি, এলডিপি, ২০ দলীয় জোটের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান চলাকালে স্থানীয় যুবলগী নেতা জুয়েল আহমদের নেতৃত্বে সরকার দলীয় একদল নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের আকস্মিক হামলায় সুনামগঞ্জ জেলা এলডিপি নেতা শাহজাহান আহমদ, বিএনপি নেতা মাসুক মিয়া, যুবদল নেতা রনি আহমদ, ছাত্রদল নেতা কবির আহমদসহ ৫/৬ জন নেতাকর্মী আহত হন। তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এরমধ্যে এলডিপি নেতা শাহজাহান আহমদকে সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে সরকার দলীয় নেতাকর্মীদের সশস্ত্র হামলায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনা এলাকাবাসী বিস্মিত। আশারকান্দি ইউনিয়নের দীর্ঘদিনের সম্প্রীতির রাজনীতি সরকার দলীয় নেতাকর্মীরা কলঙ্কের কালেমা লেপন করেছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। এই ধরনের অগণতান্ত্রিক সন্ত্রাসী কর্মকান্ড থেকে সরকারদলীয় নেতাকর্মীদের বিরত থাকার আহŸান জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকবৃন্দ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930