সর্বশেষ

» জকিগঞ্জে ৫ শতাধিক বানভাসি পরিবারের মাঝে সার্ক কলেজের ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২৪. জুন. ২০২২ | শুক্রবার

চেম্বার প্রতিবেদক: ভারতের উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের জকিগঞ্জে বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি ঘটছে। প্রতিদিনই নতুন নতুন এলাকার ডাইকে ভাঙন দেখা দিচ্ছে। গ্রামীণ সড়কের পাশাপাশি তলিয়ে গেছে জকিগঞ্জ-সিলেটের প্রধান যোগাযোগ সড়ক। গ্রামে এখন চলাচলে নৌকাই একমাত্র ভরসা। বন্যা কবলিত এলাকায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন এ উপজেলার প্রায় ২ লাখ মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্তদের দুর্দশা লাগবে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পাশাপাশি এবার খাদ্যসহায়তা নিয়ে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে সিলেট সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ।

শুক্রবার (২৪ জুন) দিনভর বন্যাকবলিত জকিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের ৫ শত পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছেন সার্ক পরিবার।
সার্ক কলেজের প্রিন্সিপাল ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহি উদ্দিন ফারুকের নেতৃত্বে বিভিন্ন আশ্রয় কেন্দ্রসহ বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পিয়াজ, মুড়ি, চিড়া, স্যালাইন,পানি,খেজুরসহ বিভিন্ন উপকরণ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি ও জকিগঞ্জ সোসাইটি সিলেটের সভাপতি মাও: সালাহ উদ্দিন একরাম, সার্ক কলেজের মিডিয়া কো-অর্ডিনেটর তাওহীদুল ইসলাম, নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক এম এ ওয়াহিদ চৌধুরী, সাপ্তাহিক জকিগঞ্জ ডাকের সম্পাদক রায়হান আহমদ, সংবাদকর্মী শাহেদ আহমদ প্রমুখ।
সার্ক কলেজের মহতি এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জকিগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল আহাদ, খেলাফত মজলিস সিলেটের সহ সভাপতি মৌলানা মখলিছুর রহমান, ৫ নং জকিগঞ্জ ইউপি চেয়ারম্যান মৌলানা আফতাব উদ্দিন, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রহমত আলী হেলালী, জকিগঞ্জ বার্তা সম্পাদক এনামুল হক মুন্না।
এ সময় সার্ক কলেজের প্রিন্সিপাল মহি উদ্দিন ফারুক বলেন, সিলেট সার্ক কলেজ সব সময় ভাল কাজে এগিয়ে থাকে। স্মরণকালের ভয়াবহ এ বন্যায় বিপর্যস্ত সিলেটের বিভিন্ন উপজেলার বানভাসি মানুষের পাশে দাড়িয়েছে সার্ক কলেজ। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031