সর্বশেষ

» কানাইঘাটে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, বাড়ছে ভোগান্তি

প্রকাশিত: ২০. জুন. ২০২২ | সোমবার

কানাইঘাট প্রতিনিধি :  সিলেটের কানাইঘাট উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে উপজেলা সদর ও পৌর এলাকা থেকে পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল ও হাওর এলাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সুরমা ডাইকের ভাঙ্গন কবলিত এলাকা দিয়ে এখনও পানি গ্রামাঞ্চলে ঢুকছে।
দ্বিতীয় দফা ভয়াবহ বন্যায় ঘর-বাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি পাকা, কাঁচা সড়কেরও অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। কানাইঘাট-দরবস্ত সড়কের নিচু এলাকা দিয়ে বন্যার প্রবাহিত অব্যাহত থাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিহ্ন রয়েছে। হাজার হাজার বাড়ি-ঘর এখনও বন্যার পানিতে তলিয়ে আছে। নিম্ন আয়ের মানুষ কর্ম হারিয়ে অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছেন। এখনও উপজেলার ৮০ ভাগ এলাকার গ্রামীণ রাস্তা-ঘাট বন্যার পানিতে প্লাবিত রয়েছে। হাওরাঞ্চলে বসবাসরত মানুষ নৌকার অভাবে ঘর-বাড়ি থেকে বের হতে পারছেন না। পানিবন্দী অবস্থায় রয়েছেন দুই লক্ষাধিক মানুষ।
বন্যার কারনে আউস ধান ফলাতে না পারায় কৃষকরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেক আমন ধানের বীজতলাও বিনষ্ট হয়েছে বন্যার পানিতে। প্রথম ও দ্বিতীয় দফায় ভয়াবহ বন্যায় উপজেলার বিভিন্ন সেক্টরে ক্ষয়ক্ষতির পরিমান হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে অনেকে বলছেন।
সুরমা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে এখনও প্রবাহিত হচ্ছে। সুরমা ডাইকের বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বন্যার কারনে নেটওয়ার্ক জনিত সমস্যায় পড়েছেন বিভিন্ন মোবাইল কোম্পানীর গ্রাহকরা। গ্রামীণ ফোনের নেটওয়ার্ক মোটামুটি সচল থাকলেও রবি, এয়ারেটেল নেটওয়ার্ক দুই দিন থেকে পুরোপুরি অচল অবস্থায় রয়েছে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30