কানাইঘাট হাসপাতালের বাউন্ডারীর ভাঙ্গা অংশ দ্রুত মেরামতের জন্য ইউএনও বরাবরে দরখাস্ত
কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের বাউন্ডারীর ভাঙ্গা অংশটি দ্রুত মেরামত সম্পন্ন করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান বরাবরে দরখাস্ত দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ব্যবসায়ী শফিকুল হক, জামাল উদ্দিন, আলমগীর কবির, পাখি রায়, জাকারিয়া আহমদ, আব্দুল্লাহ কায়ুম, আব্দুর রহিম চৌধুরী ও জাকারিয়া আহমদ স্বাক্ষরিত এ দরখাস্ত দায়ের করেন। জানা যায়, কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫১ শয্যায় উন্নীতের করায় হাসপাতালের প্রধান গেইটি ভেঙ্গে নতুন করে আধুনিক গেইট নিমার্ণ করার সময় সাময়িক চলাচলের জন্য হাসপাতালের বাউন্ডারী দেয়ালের একটি অংশ ভেঙ্গে বিকল্প পথ তৈরি করা হয়। বর্তমানে প্রধান গেইটের নির্মাণ কাজ শেষ হলে পূর্বের ন্যায় ভাউন্ডারীর ভাঙ্গা অংশটি মেরামত করতে গেলে ঘটে বিপত্তি। কারন কিছু সংখ্যক লোকজন তাদের নিজেদের স্বার্থের জন্য ভাঙ্গা অংশ মেরামতের সময় মিস্ত্রিদের হুমকি প্রদান করে কাজ বন্ধ করে রেখেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়াও তারা অভিযোগে উল্লেখ করে বলেন, এই ভাঙ্গা অংশ মেরামত নিয়ে বর্তমানে দুইটি পক্ষ সৃষ্টি হয়েছে। আর এই দুটি পক্ষ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। যার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের বাউন্ডারী ভাঙ্গা অংশটি দ্রুত মেরামত করার ব্যবস্থা নিতে এ অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।