কানাইঘাটে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ত্রাণ সামগ্রী বিতরণ
চেম্বার ডেস্ক::
কানাইঘাটে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (৩০ মে) কানাইঘাট উপজেলার গাছবাড়ীতে ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ও ৮ নং ঝিঙাবাড়ী ইউনিয়নের বন্যাদুর্গত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। নিজ নিজ সামর্থ অনুযায়ী বন্যার্ত মানুষের পাশে এগিয়ে আসা উচিত। আইডিইবি’র আজকের এই কল্যানমূলক কাজ দৃষ্টান্ত হয়ে থাকবে। অতীতের ন্যায় ভবিষ্যতেও আইডিইবি মানুষের কল্যাণে কাজ করে যাবে বলে আমরা বিশ্বাস করি।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিক আহমদ, সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহীম, সদস্য, ইঞ্জিনিয়ার আলতাফুল হক, ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান, বশির আহমদ, ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মো: লোকমান উদ্দিন, ৮ নং ঝিংগাবাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর প্রমুখ।