এডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল ট্রাস্টের ত্রাণ বিতরণ
সিলেটের স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে এডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল ট্রাস্ট। রোববার ট্রাস্টের উদ্যোগে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাও ইউনিয়নের মিরপুর ও গোবিনপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ ১৫০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা: শামীমুর রহমান। ত্রাণ বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান, সদর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এম আবুল কাশেম, রাজনীতিবিদ ও সমাজকর্মী নুরুল আলম সিদ্দিকী খালেদ, সমাজকর্মী কয়েস আহমেদ, ফারুক আহমেদ, শ্রমিক নেতা আলী আকবর রাজন, যুব সংগঠক আক্তার আহমেদ মেম্বার, ছাত্র সংগঠক মইনুল, দেলোয়ার হোসেন সায়েম, প্রবীন মুরব্বি ফজলু মিয়া, তোবারক মিয়া, আশিক মিয়া, নুর মিয়া, যুবনেতা কাচা মিয়া, রুয়েল, আশফাক আহমদ, সেলিম আহমদ ও জোবেল আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শামীমুর রহমান শামীম বলেন, বাংলাদেশ তথা নিখিল ভারতের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান এডমিরাল মাহবুব আলী খানের জীবনী সম্পর্কে এলাকাবাসীকে অবহিত করতে হবে। পাশাপাশি তাঁর পরিবারের বর্তমান প্রজন্মের সদস্যদের বিশ্বপরিমণ্ডলে অর্জিত সাফল্যের কথা তুলে ধরা উচিত।
বিশেষ অতিথির বক্তব্যে হক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ব্যারিস্টার রিয়াশাদ আজিম আদনান বলেন, এডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল ট্রাস্ট শুধু আজকেই নয়, বিভিন্ন সময়ে সিলেট জেলা জুড়ে অনেক মহৎ উদ্যোগ বাস্তবায়ন করেছে। ট্রাস্টের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ, বানের পানিতে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত, মেডিক্যাল ক্যাম্প, চক্ষু শিবির সহ ইত্যাদি কর্মসূচীর কথা এলাকা বাসীকে অবহিত করেন তিনি।
ত্রাণ কার্যক্রম পরিচালনা শেষে এডমিরাল মাহবুব আলী খান সহ তাঁর পরিবারের সকল মরহুম সদস্যের মাগফিরাত কামনা করে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি