সর্বশেষ

» কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ পেলেই নির্বাচন বাতিল : সিইসি

প্রকাশিত: ২৯. মে. ২০২২ | রবিবার

চেম্বার ডেস্ক:: 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্র এবং এলাকার নির্বাচন বাতিল করে দেওয়া হবে। কোনো প্রকার অনিয়ম অন্যায় জোরজবরদস্তি এবং কারচুপি বরদাশত করা হবে না। সুষ্ঠু, সুন্দর, অবাধ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

 

আজ রবিবার কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।

প্রার্থীদের উদ্দেশে সিইসি বলেন, এ নির্বাচনে কেউ পেশীশক্তি দেখানোর চেষ্টা করবেন না। করলে নির্বাচনী আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি বলেন, নির্বাচন কোনো যুদ্ধক্ষেত্র নয়, সবাই মিলে সুস্থ প্রতিযোগিতা করবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না, যদি কেউ আইন ভঙ্গ করার চেষ্টা করেন তাহলে আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

 

বিশেষ অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ভোট চলাকালে কেউ জোরজবরদস্তি করার চেষ্টা করলে অথবা অনিয়মের চেষ্টা করলে আমরা তাদের প্রার্থিতা বাতিল করতে দ্বিধাবোধ করব না। নির্বাচন সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো প্রকার গাফিলতি প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী মাঠে আমাদের লোকজন কাজ করছে, যদি কোনো অনিয়মের তথ্য পাওয়া যায় তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা জেলার বাইরে থেকে নির্বাচন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করেছি। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে এক মাস আগে থেকেই আমরা বিজিবি নিয়োগ করেছি। কুমিল্লাবাসীকে আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।

 

কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম প্রমুখ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30