সর্বশেষ

» কানাইঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসুস্থ রোগীদের মাঝে আব্দুল মালিক ট্রাস্টের নগদ অর্থ সহায়তা

প্রকাশিত: ২৭. মে. ২০২২ | শুক্রবার

চেম্বার প্রতিবেদক:: 

বন্যাকবলিত কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা করেছে আল্লামা আব্দুল মালিক চৌধুরী (র.) শিক্ষা ও জনকল্যাণ ট্রাস্ট। আজ শুক্রবার (২৭ মে) বিকালে প্রায় ৫০টি পরিবারকে নগদ ১ হাজার টাকা করে এ সহায়তা প্রদান করা হয়। শিক্ষানুরাগী মাস্টার মকবুল হুসেইন চৌধুরীর সভাপতিত্বে ও ট্রাস্টের সেক্রেটারি বাহার চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ইসলামী পাঠাগার ও জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি আবুল হাসনাত চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বন্যার্তদের সহায়তার পাশাপাশি এলাকার ৩ জন অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। রোগীরা হচ্ছেন বীরদলের আবুল বশর, নুরুল ইসলাম ও ভাটির ফৌদের আলিম উদ্দিন। ৩ জনের মধ্যে ২ জনকে ১০ হাজার করে ও ১ জনকে ৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031