সাংবাদিক মঈন উদ্দিন মনজুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: ইলেকট্রনিক মিডিয়াজার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি ও চ্যানেল এস সিলেটের প্রধান প্রতিবেদক মঈন উদ্দিন মনজুর উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হবে।
এতে সাংবাদিকসহ শুভাকাঙ্খিদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় জিন্দাবাজারস্থ ব্লু-ওয়াটার শপিং সিটির ৯ম তলায় ইমজা কার্যালয়ে এক সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ইমজা সাধারণ সম্পাদক মারুফ আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ কর্মসূচি জানানো হয়।
উল্লেখ্য, গত সোমাবার সিলেট আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন চ্যানেল এস ইউকে সিলেট অফিসের চিফ রিপোর্টার ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েসন (ইমজা) সিলেটের সভাপতি মঈন উদ্দিন মনজু।
সন্ত্রাসীরা প্রকাশ্যে তার ক্যামেরা ভাংচুর ও তাকে লোহার রড দিয়ে মারধর করে গুরুতর আহত করে। পরে তিনি ওসমানী হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় তিনি ছাত্রলীগ নেতা হাবিবুল ইসলাম হাবিবকে প্রধান আসামী করে মামলা দায়ের করেছেন।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এজাহারভুক্ত আসামীদের চিহ্নিত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।