শায়খ আহমাদুল্লাহ সিলেটের বিভিন্ন উপজেলায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করছেন

চেম্বার ডেস্ক:: দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ এখন সিলেটে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সিলেটের বিভিন্ন উপজেলায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করছেন তিনি।

শিক্ষা, সেবা ও দাওয়াহ—এই তিন বিভাগ নিয়ে কাজ করা আস-সুন্নাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ।

প্রাকৃতিক দুর্যোগ বন্যার কবলে পড়া সিলেটের দুর্গত মানুষদের সহায়তায় আস-সুন্নাহ ফাউন্ডেশন তহবিল সংগ্রহ করে। এ নিয়ে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজ থেকেও পোস্ট দেন শায়খ আহমাদুল্লাহ। নিজেদের অর্থায়ন ও সংগৃহিত তহবিলের মাধ্যমে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য ক্রয় করা হয়। সেসবই এখন বিতরণ করা হচ্ছে।

শায়খ আহমাদুল্লাহ নিজের ফেসবুক পেইজে জানিয়েছেন, গতকাল সোমবার সিলেটের গোয়াইনগাট উপজেলায় এক হাজার বন্যার্ত পরিবারকে সহায়তা করা হয়েছে। আজ মঙ্গলবারও সহায়তা কার্যক্রম অব্যাহত আছে। গোয়াইনঘাট শেষে কানাইঘাটেও এক হাজার পরিবারকে সহায়তা করা হবে।

সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, মসুর ডাল ১ কেজি, আলু ২ কেজি, চিড়া ১ কেজি, লবণ ১ কেজি, খেজুর ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, মরিচের গুঁড়া ১০০ গ্রাম, হলুদের গুঁড়া ১০০ গ্রাম, ধনিয়ার গুঁড়া ১০০ গ্রাম, ৭৫ গ্রাম সাবান, ওরস্যালাইন ১০টা ও  পেঁয়াজ ১ কেজি করে প্রদান করা হচ্ছে।