কানাইঘাটে বন্যার কারনে ভোটার তালিকা হালনাগাদের কাজ দু-সপ্তাহ পিছিয়েছে

কানাইঘাট প্রতিনিধি:: 

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। মোট চারটি ধাপে এই কার্যক্রম চলবে।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত দুই বছর হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেনি নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন অফিসার তপন চদ্র শীল জানান, বন্যার কারনে হালনাগাদ কার্যক্রম দু-সপ্তাহ বন্ধ রয়েছে।এই মুহুর্তে বাড়ী বাড়ী গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বন্যার পানি কানাইঘাটে কমতে শুরু করেছে। বন্যার উন্নতি হওয়া মাত্র আমরা হালনাগাদ কার্যত্রম শুরু করবো।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৬ বা তার আগে, তাদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মৃত ভোটারের তথ্যও সংগ্রহ করা হবে। এ সময় ভোটার স্থানান্তরের আবেদনও করা যাবে।