সর্বশেষ

» বন্যার্তদের মাঝে কানাইঘাট উপজেলা চেয়ারম্যান মোমিন চৌধুরীর ত্রাণ বিতরন

প্রকাশিত: ২১. মে. ২০২২ | শনিবার

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার বন্যা দূর্গত এলাকায় উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার দিনভর বন্যা কবলিত কানাইঘাট উপজেলার ৫নং বড়চতুল এবং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বিভিন্ন বন্যা দূর্গত এলাকা পরিদর্শনের পাশাপাশি বড়চতুল ইউনিয়ন পরিষদ ও লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন পরিষদ, চতুল বাজার, পর্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে সরকারি শুকনো ত্রান সামগ্রী বিতরন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী। এছাড়া তিনি কানাইঘাট সুরইঘাট সড়কের আগফৌদ নামক স্থানে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। বন্যাদূর্গতদের মাঝে ত্রান সামগ্রী বিতরন কালে উপজেলা চেয়ারম্যান মোমিন চৌধুরী বলেন কানাইঘাটের বন্যাদূর্গতদের পাশে সরকার রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষনিক ভাবে বন্যার খোঁজখবর নিচ্ছেন। বন্যার ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি আমি সরকারের বিভিন্ন মহলে ইতি মধ্যে তুলে ধরেছি, আরো ত্রান সামগ্রী আসবে। পানি কমার সাথে সাথে ভাঙ্গা রাস্তা-ঘাটের কাজ শুরু হবে। তিনি সবাইকে বন্যার্তদের পাশে দাড়ানোর আহ্বান জানান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, যুক্তরাজ্য শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার কবির, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, আব্দুর রশিদ মেম্বার, কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, বড়চতুল ইউপি আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুরুল আম্বিয়া, চতুল বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক যুবলীগ নেতা জাহেদুল ইসলাম রুবেল সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031