ভেঙ্গে গেছে বরাক-সুরমা -কুশিয়ারা ৩ নদীর মোহনা, ভয়াবহ বন্যার আশংকা
চেম্বার প্রতিবেদক: সিলেটের জকিগঞ্জের বারোঠাকুরী অমলশীদ এলাকায় বরাক-সুরমা -কুশিয়ারা ৩ নদীর মোহনায় ডাইক ভেঙ্গে গেছে। রাত ১২ ঘটিকার দিকে এ ডাইক ভাঙে। এতে ভয়াবহ বন্যার আশংকা করা হচ্ছে।
বরাকের তীব্র স্রোতের ঢেউ সোজা প্রবেশ করছে লোকালয়ে। ক্রমেই তলিয়ে যাচ্ছে বিভিন্ন গ্রাম । বরাকের সোজাসুজি ডাইক ভেংগে গেছে।
বারোঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসীন মর্তুজা ডাইক ভাঙার খবর এলাকায় প্রচার করেন।
ডাইক ভাঙার সঙ্গে সঙ্গে বারোঠাকুরী, খাসিরচক, খাইরচক, বারোঘাট্টা, সোনাসার এলাকা ইতোমধ্যে প্লাবিত হয়েছে।
স্থানীয়রা আশঙ্কা করছেন, ডাইক ভাঙার কারণে সুরমা-কুশিয়ারার তীরবর্তী জকিগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, গোলাপগঞ্জ ফেঞ্চুগঞ্জ ও সিলেট শহরে বন্যার পানি বৃদ্ধি পাবে।