নগরের বন্যা পরিস্থিতি নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের জরুরী সভা অনুষ্ঠিত
চেম্বার ডেস্ক::
সিলেট মহানগরের বন্যা পরিস্থিতি নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) রাত ৮ টায় নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জরুরী সভায় সভাপতিত্ব করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
সভায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষনে সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানকে প্রধান করে একটি কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নেয়া হয়।
মহানগরের নদীবর্তি বিভিন্ন ওয়ার্ডের আশ্রয়কেন্দ্র ও বাসা-বাড়িতে থাকা পানি বন্দি মানুষের তালিকা দ্রুত সময়ের মধ্যে প্রনয়ন ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, আশ্রয় কেন্দ্র সমূহে বন্যার্তদের জন্য খাবার ব্যবস্থা করা, শিশু খাদ্য সরবরাহ ও স্বাস্থ্য সুরক্ষায় সিসিকের ৩ টি মেডিকেল টিম গঠন করা হয়।
এছাড়া প্লাবিত এলাকার মানুষের বিশুদ্ধ খাবার পানি সংকট নিরসনে ১ লাখ পিচ পানি বিশুদ্ধকারী ঔষধ বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়।
ইতিমধ্যে আশ্রয় কেন্দ্র ও পানি বন্দি মানুষের খাবার পানির সংকট নিরসনে সিসিকের পানি গাড়ি পাঠানো হচ্ছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই সেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে সিসিকের মেডিকেল টিমগুলো বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া মানুষের স্বাস্থ্য সেবা প্রদান করবে।
বৃহস্পতিবার রাত থেকেই বিভিন্ন আশ্রয় কেন্দ্রে শুকনো খাবারের পাশাপাশি বন্যার্তদের দেয়া হচ্ছে রান্না করা খাবার (খিচুড়ী)। পরিস্থিতি বিবেচনায় খাবার বিতরণ অব্যাহত থাকবে।
এই পরিস্থিতিতে সিলেট মহানগরের বন্যা কবলিত এলাকার মানুষের সাহায্যে সিসিক সর্বাত্মক চেষ্ঠা করবে বলে জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এ অবস্থায় সিলেটের দুর্গত মানুষের জন্য সরকারও বিশেষ সহযোগিতা প্রদান করবে বলে প্রত্যাশা সিসিকের।