কানাইঘাটে জনস্বাস্থ্য প্রকৌশল পানি বিশুদ্ধ করন ট্যাবলেট নিয়ে বন্যাগ্রস্ত মানুষের পাশে

কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাট উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দ্বায়িত্বশীলরা উপজেলার প্রতিটি ইউপির বনবাসি মানুষের পাশে যাচ্ছেন পানি বিশুদ্ধ করন ট্যাবলেট নিয়ে ইতি মধ্যে তারা উপজেলার ৯ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভায় সর্বমোট পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ৪০,৫০০ পিস এবং ৫ টি জেরিকেন বিতরন করা হয়েছে।বিশুদ্ধ নিরাপদ পানি সরবরাহের জন্য পৌরসভার ৮ নং ওয়ার্ডের রায়গড় নামক স্থানে ১ টি মোবাইল পানি পরিশোধনাগার স্থাপন করা হয়েছে।বর্তমানে পর্যাপ্ত পানি বিশুদ্ধকরন ট্যাবলেট,১০০ পিস বালতি,১০০পিস স্যানিটারী ন্যাপকিন,৫০ পিস বসার টুল,৯৫ পিস পানির জার/ জেরিকেন মজুদ আছে।তাছাড়া যেহেতু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, তাই বন্যার্তদের মধ্যে সঠিক নিয়মে বৃষ্টির পানি ব্যাবহারের জন্য জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। কানাইঘাট উপজেলার বনবাসি মানুষের বিশুদ্ধ পানি পেতে অসুবিধা হবে না বলে জানান
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিসার পনিরুজ্জামান। তিনি আরও বলেন আমার অফিসের স্টাফ ফয়সল ও দেবাশীষ বন্যার শুরু থেকেই উপজেলার সর্বত্র পানি বিশুদ্ধ করন ট্যাবলেট নিয়ে মাঠে রয়েছেন আর আমাদের এই পানি বিশুদ্ধ করন ট্যাবলেট ভিতরণ বন্যাগ্রস্ত মানুষের মাঝে অব্যাহত থাকবে।