সর্বশেষ

» সিসিটিভির আওতায় আসছে পুরো উপজেলা কমপ্লেক্স

প্রকাশিত: ০৮. সেপ্টেম্বর. ২০২০ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: ওয়াহিদা খানমের ওপর হামলার পর দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সার্বক্ষণিক নিরাপত্তার পর আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এবার নিরাপত্তা ব্যবস্থা আরও সম্প্রসারণ করতে এবার উপজেলা কমপ্লেক্সও এর আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

উপজেলা কমপ্লেক্সে থাকা ইউএনও অফিসের কর্মকর্তাদের সবার নিরাপত্তা নিশ্চিত করতে পাহারা বসানো হচ্ছে। আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা শেষে এই কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, ইউএনও সাহেবদের বাসভবনে ইতোমধ্যে আনসার মোতায়েন করেছি যাতে তাদের রাত্রিকালীন নিরাপত্তা থাকে।

 

গত ২ সেপ্টেম্বর ঘোড়াঘাটে নিজ বাসায় ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার পর দেশের সব ইউএনওদের বাসায় নিরাপত্তার জন্য আনসার মোতায়েন করেছে সরকার।

 

মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, আজ একটু সংশোধন করেছি, আমরা পুরো উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা দেবো, সেখানে অধিকাংশ অফিসারই থাকেন। তাদেরও নিরাপত্তার প্রশ্ন আছে। সেখানে অধিকাংশ অফিসারই পরিবার নিয়ে থাকেন। সবগুলো পরিবারের নিরাপত্তা, রাত্রীকালীন তারা যেন আক্রমণের শিকার না হন সেজন্য পুরো কমপ্লেক্সকে সিসি টিভির আওতায় আনা এবং ভোর ৫টা পর্যন্ত নিরাপত্তা পাহারা থাকবে যাতে কোনো ক্রিমিনাল অন্যায়ভাবে কারো ওপর হামলা করতে না পারে।

 

আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি মোজাম্মেল হক বলেন, জীবনের নিরাপত্তা যদি না থাকে তাহলে সেই সরকারি কর্মচারীরা কাজ করতে উৎসাহ হারিয়ে ফেলবেন বা ভীত সন্ত্রস্ত্র হয়ে যাবেন। কাজেই আমরা তাদের নিরাপত্তার সিদ্ধান্ত নিয়েছি।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30