ইভিএমে ভোট হবে না কিসে হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সিইসি
চেম্বার ডেস্ক:: ইভিএমে ভোট হবে না কিসে হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
আজ মঙ্গলবার (১০ মে) সকালে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকা হালনাগাদ ২০২২ এর প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ কথা বলেন।
তিনি বলেন, এ মুহূর্তে ৩০০ আসনে ইভিএমে ভোট করা সম্ভব না, সেটা আমরা জানিয়ে দিয়েছি। পরবর্তী সময় কি হবে না হবে সেটা আমরা এখনো সিদ্ধান্ত নেইনি।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইভিএমে ভোট গ্রহণের ইঙ্গিত দিয়েছেন এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সেটা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমরা সেটা জানি না।
তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি বলা, বিএনপি চেয়ারপার্সনের বলা, আ স ম আব্দুর রব তার বলা, তারা বলতে পারেন। তবে সিদ্ধান্ত আমাদের।