সর্বশেষ

» শাহবাজ শরিফকে কটূক্তি :ইমরান খানসহ ১৫০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের

প্রকাশিত: ০১. মে. ২০২২ | রবিবার

চেম্বার ডেস্ক:: পাকিস্তানে কিছুদিন আগে ক্ষমতা হারানো ইমরান খানসহ দেশটির ১৫০ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছে পাঞ্জাব পুলিশ। এই তালিকায় ইমরানের মন্ত্রিসভার সাবেক মন্ত্রীদের নামও রয়েছে।

সৌদি আরবের মসজিদে নববীতে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তার প্রতিনিধি দলকে লক্ষ্য করে কটূক্তিমূলক স্লোগান দেওয়ায় এই এফআইআর দায়ের হয়েছে। খবর জিওটিভির।

ফয়সালাবাদে দায়ের করা ওই এজাহারে ইমরান খান ছাড়াও সাবেক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী, শেখ রশিদ, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা শাহবাজ গুল, সাবেক জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরিসহ সাবেক প্রধানমন্ত্রীর সহযোগী অনিল মুসাররাত এবং সাহেবজাদা জাহাঙ্গীরের নামও রয়েছে।

জানা গেছে, মদিনায় নবীর মসজিদের পবিত্রতা নষ্ট, গুণ্ডামি এবং মুসলমানদের অনুভূতিতে আঘাত করার অভিযোগে এফআইআরটি দায়ের করা হয়েছে। স্থানীয় বাসিন্দা নাঈম ভাট্টি এ অভিযোগ দায়ের করেন।

ফয়সালাবাদের পুলিশ জানিয়েছে, আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সৌদি আরব সফরে গিয়ে শাহবাজ শরিফ এবং তার প্রতিনিধি দল মসজিদে নববীতে গেলে তাদের বিরুদ্ধে স্লোগান ওঠে। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে স্লোগানকারীদের ‘চোর’ এবং ‘গাদ্দার’ বলতে শোনা যায়। এ ঘটনায় পাঁচজন পাকিস্তানিকে গ্রেফতার করা হয়েছে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031