সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আবুল মাল আবদুল মুহিতের মরদেহ

চেম্বার ডেস্ক:: সাবেক সফল অর্থমন্ত্রী, মুক্তিযুদ্ধের সংগঠক, বৃহত্তর সিলেটের উন্নয়নের রূপকার, ভাষা সৈনিক আবুল মাল আবদুল মুহিতকে শেষ বারের মতো দেখতে ও শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে মরদেহ।

শহীদ মিনারে লাশের কফিন আনার সাথে সাথেই শ্রদ্ধা জানাতে থাকেন একে একে প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, আবুল মাল আবদুল মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীসহ বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ।

এর আগে সকাল ১০টা থেকে ফুল হাতে নিয়ে প্রিয় এ নেতাকে শ্রদ্ধা জানাতে অপেক্ষায় সিলেটবাসী। পরে দুপুর দুইটায় আলিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য: আবুল মাল আবদুল মুহিত ২৯ এপ্রিল শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত ১৪ মার্চ সর্বশেষ সিলেটে এসেছিলেন।