সর্বশেষ

» দেশের সর্বত্র আজ দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে: সিলেটে হাসান মাহমুদ টুকু

প্রকাশিত: ২৯. এপ্রিল. ২০২২ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জনগণের প্রতি সরকারের কোন দায়বদ্ধতা নেই। নিত্যপণ্য নিয়ে সরকার মানুষের সাথে উপহাস করছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে নগরীর আমান উল্লাহ কনভেশন সেন্টারে সিলেট মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন।

টুকু বলেন, দেশের সর্বত্র আজ দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। মেগা উন্নয়নের নামে মেগা লুটপাট করে হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। এই অবৈধ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এজন্য প্রয়োজন একটি দুর্বার গণআন্দোলন।

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহামনের দীর্ঘায়ূ ও এম. ইলিয়াস আলীসহ গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধান কামনায় সিলেট মহানগর বিএনপির এই ইফতার মাহফিল আয়োজন করেছিল।

ইফতার মাহফিলে ভার্চুয়ালী যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী’র সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন এবং রেজাউল হাসান কয়েস লোদীর পরিচালনায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামিম, মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফরহাদ চৌধুরী শামীম, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মিসবাহ উদ্দিন, সুদিপ রঞ্জন সেন বাপ্পু, রোকসানা বেগম শাহনাজ, আজমল বখত সাদেক, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সালেহ আহমদ খসরু, জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, আমির হোসেন, নিহার রঞ্জন দে, আব্দুল আলীম দীপক, মাহবুব কাদির শাহী, আতিকুর রহমান সাবু, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজল হোসেন, শামীম মজুমদার, মতিউল বারী খোরশেদ, মাহবুব চৌধুরী, সৈয়দ সাফেক মাহবুব, জেলা বিএনপি-র সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, শ্রমিকদল জেলা সভাপতি সুরমান আলী, মহানগর শ্রমিকদল সভাপতি ইউনুস মিয়া, জেলা যুবদল আহবায়ক মোমিনুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দল আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, মহানগর যুবদল সদস্য সচিব শাহ নেওয়াজ বক্ত তারেক, মহানগর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আজিজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, জেলা যুবদল সদস্য সচিব মকসুদ আহমদ, শ্রমিকদল সাধারণ সম্পাদক লিটন আহমদ, মহানগর ছাত্রদল সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বী, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম সহ ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবি, কৃষিবিদ, ব্যবসায়ীসহ সিলেটের বিশিষ্টজনেরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

শাহীন আলী’র কোরআন থেকে তেলাওয়াত এর মধ্য দিয়ে শুরু হওয়া মাহফিলে দো’আ পরিচালনা করেন হাফিজ মাওলানা মুফতি সালেহ আহমদ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031