সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে সিসিক মেয়রের শোক
চেম্বার ডেস্ক::গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, সিলেটের কৃতি সন্তান আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।
শুক্রবার রাত ১টা ৫১ মিনিটে সিসিকের পাবলিক রিলেশন অফিসার আব্দুল আলিম শাহ-এর গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় মেয়র এ শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় মেয়র বলেন, সর্বজন শ্রদ্ধেয় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত-এর মৃত্যুতে সিলেট হারালো একজন অভিভাবক। দেশ হারালো একজন গুণী রাজনীতিবিদ ও সাদা মনের মানুষ। যার শূন্যস্থান কখনো পূরণ হবার নয়। শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, শুক্রবার (৩০ এপ্রিল ২০২২ খ্রী.) দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, সিলেটের কৃতি সন্তান আবুল মাল আব্দুল মুহিত ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।