সর্বশেষ

» ঈদ উপলক্ষে দরিদ্রদের মধ্যে ফ্যাড-ক্যাব সিলেট জোনের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২৯. এপ্রিল. ২০২২ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: 

ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভলাপমেন্ট কনসালটেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব) সিলেট জোনের উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান গত ২৯ এপ্রিল
শুক্রবার বিকেলে নগরীর কাজী ইলিয়াছ এলাকায় অনুষ্ঠিত হয়।
ফ্যাড-ক্যাব সিলেট জোনের সভাপতি মোঃ ফেরদৌস আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী আবু তৈয়ব দিপু’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ফ্যাড-ক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এডভোকেট মোঃ আব্দুল হাফিজ, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান আতিকুর রেজা চৌধুরী, সদস্য পলাশ চক্রবর্তী, মঞ্জুরুল ইসলাম, সৈয়দ কামরুজ্জামান, আশরাফ হোসাইন পাটুয়ারী, সাইদ আহমদ প্রমুখ। এছাড়াও ফ্যাড-ক্যাব এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৩ শতাধিক দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে চাল, ডাল, পিয়াজ, আলু, তৈল, চিনি, সেমাই ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করেন ফ্যাড-ক্যাব সিলেট জোনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থ মানবতার কল্যাণে দরিদ্র, বঞ্চিত মানুষের সেবা ও জীবন মান উন্নয়নে ফ্যাড-ক্যাব সিলেট জোন কাজ করে যাচ্ছে।
গরিব অসহায় মানুষদের সাহায্য সহযোগিতার মাধ্যমে মুখে হাসি ফুটানোর লক্ষে ফ্যাড-ক্যাবে’র এই মহৎ উদ্যোগ।
তারই ধারাবাহিকতায় ঈদ উপলক্ষে দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বক্তারা তাদের মত দেশ জাতি ও মানুষের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মানব সেবামূলক কাজ করার আহবান জানান।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031