সর্বশেষ

» ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব কানাইঘাট (ডুসাক)-এর নতুন কমিটি গঠন

প্রকাশিত: ২৮. এপ্রিল. ২০২২ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: 

বাংলাদেশের সর্বোচ্ছ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কানাইঘাটের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব কানাইঘাট (ডুসাক)এর নতুন কমিটি গঠিত হয়েছে। গত ২২এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় এক ইফতার ও দোয়া মাহফিলে ১৩সদস্য বিশিষ্ট এ কমিটি হয়। এতে সভাপতি পদে মাস্টার্সের শিক্ষার্থী মোঃ আব্দুল কাদির জিলানী ও সাধারণ সম্পাদক পদে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মতিউর মহসিনকে মনোনীত করা হয়।সহ-সভাপতি পদে জসীম উদ্দীন,নুমান উদ্দীন,জিয়াউর রহমান সাজু,যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাহিদ হাসান নাবিল,সাংগঠনিক সম্পাদক পদে রেজওয়ান আহমেদ,দপ্তর সম্পাদক সালমান আহমেদ রাব্বানী, প্রচার সম্পাদক জামিল আহমেদ,শিক্ষা ও সাহিত্য সম্পাদক তানিয়া জান্নাত তান্নি,আপ্যায়ন সম্পাদক জুলফা বেগম এবং কার্যনির্বাহী সম্পাদক পদে জাবেদ হোসেন চৌধুরী ও নুসরাত জাহানকে মনোনীত করা হয়।নতুন কমিটির সাধারণ সম্পাদক মতিউর মহসিন বলেন,নতুন কমিটির মাধ্যমে ক্যাম্পাসের পাশাপাশি এলাকায়ও সামাজিক,সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।নতুন কমিটির মাধ্যমে ক্যাম্পাসে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বন্ধন আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আসাদ উদ্দীন,মোস্তফা আহমেদ,নুরুল আম্বিয়া নাবিল,লুৎফর রহমান লাবিব,জাহেদ আহমেদ ও বিদায়ী সভাপতি মাসুম আহমেদসহ প্রমুখ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031