কানাইঘাটে জামিয়া আসআদিয়া দারুল মাআরিফ মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত

কানাইঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কানাইঘাট উপজেলার বড়চতুল ইউপির জামিয়া আসআদিয়া দারুল মাআরিফ চতুল হারাতৈল মহিলা টাইটেল মাদ্রাসার ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল বুধবার বিকেল ৫টায় মাদ্রাসা মিলনায়তনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসার প্রিন্সিপাল মাও. আবুল হোসেন চতুলীর সভাপতিত্বে ও নির্বাহী মাও. নুরুল ইসলাম নোমানির পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টি নেতা একিউএম ফররুখ আহমদ ফারুক, চতুলবাজার মসজিদের খতিব ও ইমাম মাও. কামাল উদ্দিন, সাংবাদিক আলা উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাও. আলিম উদ্দিন, ইউপি সদস্য তাজ উদ্দিন, হারুন রশিদ কালাই, মাও. আব্দুর রশিদ দুর্গাপুরি, মাও. হেলাল আহমদ, মাও. আবুল হাসনাত, জামিয়াতুল উলূম সরুফৌদ মাদরাসা শিক্ষক মাও. আব্দুল কুদ্দুছ প্রমুখ।
ইফতার মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুর রশিদ ও দোয়া পরিচালনা করেন মাও. কামাল উদ্দিন।