সর্বশেষ

» নেতাকর্মীদের ভালোবাসায় অভিসিক্ত সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুমন

প্রকাশিত: ২৭. এপ্রিল. ২০২২ | বুধবার

চেম্বার ডেস্ক:: সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদ পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছায় অভিসিক্ত হচ্ছেন সিলেটের পরিচিত মুখ মো. রুমন মিয়া। তার বাড়ী শান্তিগন্জ উপজেলা র দরগাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামে।
রুমন মিয়া দীর্ঘদিন যাবত মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবতায়নের জন্য সিলেটের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত হয়ে অত্যন্ত দক্ষতার সহিত কাজ করেছেন।

রুমন ইতোমধ্যে প্রতিষ্টাতা সভাপতি চেতনায় রণাঙ্গন ৭১, সাবেক সভাপতি নবশিখা নাট্যদল সিলেট,সাবেক কার্যনির্বাহী সদস্য, সম্মিলিত নাট্যপরিষদের তার কৃতকর্মের প্রশংসা কুড়িয়েছন।

সুনামগঞ্জ জেলা ছাত্রীলীগের সহ-সভাপতির পদ পেয়ে রুমন জানান,আমি আন্তরিক ধন্যবাদ জানাই বাংলাদেশ ছাত্রীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক কে। আমি আন্তরিক ধন্যবাদ জানাই স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ চাচার সুযোগ্য সন্তান সুনামগন্জ ৩ আসনের আগামীর কান্ডারী বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, জননেতা আজিজুস সামাদ আজাদ ডন ভাই কে।

তরুন এই নেতা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও জননেত্রী শেখহাসিনার সুখী সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সুনামগঞ্জ জেলা ছাত্রীলীগ বঙ্গবন্ধুর আদর্শে কাজ করবে।
নতুন পদ পেয়ে তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত: কমিটি ঘোষণার ৪ বছর পর সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের যৌথ স্বাক্ষরে বর্তমান কমিটির সভাপতি দীপংকর কান্তি দে-কে সভাপতি ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনকে পুনঃরায় সাধারণ সম্পাদক করে ২৯৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হয়।

কমিটিতে ৭৭ জনকে সহসভাপতি পদে স্থান দেয়া হয়েছে। তারা হলেন- লিখন আহমদ, জিসান এনায়েত রাজা , ওমর ফারুক সিদ্দিকী মামুন, আল হাসান মো. কাউসার, অরিন্দম মৈত্র অমিয়, মনসুর আহমে,গৌতম তালুকদার দ্বীপ, কাউসার আহমেদ, ফয়সল আহমেদ, আবু তাহের নিরব, দিলদার হোসেন, ফয়জুল ইসলাম সুমন, আকসার ইবনে আজিজ পাঠান,মো. কামরুল হক, জাহিদুল ইসলাম চপল, শামসুল আবেদীন রাজন, তোফায়েল আহমেদ রয়েল, আকমল হোসেন, মাহিন তালুকদার, মোস্তফা কামাল চৌধুরী মাহি, মাহবুবুর রহমান আপন, টিটু রঞ্জন পাল, আলমগীর হোসেন, আতাউল হক সানি, তানভীর চৌধুরী, মাহবুব আলম মুন্না, নির্মলেন্দু সরকার কল্লোল, সুব্রত তালুকদার হিমেল, সন্দীপ সরকার তুষার, নাদিম কবির,সজিবুল করিম সাদ্দাম, রুহুল ফেরদৌস পুলক, জাহাঙ্গীর আলম, পলাশ চৌধুরী, মান্না তালুকদার লিমন, সাইফুর রহমান জিসান, মোস্তাক আহমদ পীর, সোহেল মিয়া, গৌরিকা পূরকায়স্থ, ইফতি বখত, জুবায়ের আহমদ রাকিব, জমসেদ আলী, খোরশেদুল হাসান খোরশেদ, আশরাফুল ইসলাম রাহাত, এহসানুল হক এহসান, মো. মনির হোসেন,ধীমান চন্দ্র, আল রাহীম মজিদ, মামুন আহমেদ, সাজুর মনির রুবেল, রুপন রায়, একরামুল হোসেন সোহেল, প্রান্ত সরকার অর্নব, নীল পদ্ম রায় প্রান্ত, এইচ এম বখতিয়ার,মাজেদুল ইসলাম ফরহাদ, শাহরিয়ার আহমেদ সাগর, সফিকুর রহমান রনি, জাকির হোসেন তালুকদার, আহসানুল হক তানভীর, আবু ফাত্তাহ রাসেল, সৈয়দ মেহেদী হাসান রনি, শাহ মো. মোজ্জাকের আলী, শামীম হোসেন, ইকবাল মাহমুদ শাহরিয়ার, ওমর ফারুক, সজিব কান্তি দাস, কবির খান, পঙ্কজ তালুকদার, কামরুজ্জামান জেরিন, রাজু দেবনাথ, বিজয় কৃষ্ণ দাস, নাজমুল হাসান খন্দকার, সৈয়দ ইমদাদুল হক ফাহিম, নূরে আলম সোহাগ, মো. রুমন মিয়া।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728