ফেনি জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ আর নেই

চেম্বার ডেস্ক:: ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

রোববার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফেনী ডায়াবেটিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

 

ফেনীর বর্ষীয়ান রাজনীতিক আজিজ আহম্মদ চৌধুরীর দাফন হবে নিজ গ্রামে।

 

সোমবার বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর চৌধুরীবাড়ির পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন বরেণ্য এ রাজনীতিক।

 

এর আগে বাদ আসর শহরের মিজান ময়দানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

 

আজিজ আহম্মদ চৌধুরী কর্মজীবনে সর্বশেষ জেলা পরিষদ ও রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও আনন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তৃণমূল থেকে উঠে আসা আজিজ চৌধুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, তৎকালীন ছাগলনাইয়া থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক, সহসভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।

 

সবশেষ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্যও ছিলেন তিনি।

 

নিজ গ্রামে প্রতিষ্ঠিত শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজের আমৃত্যু সভাপতি আজিজ আহম্মদ চৌধুরী ১৯৩৯ সালের ২ মার্চ জন্মগ্রহণ করেন।

 

বাবা সুলতান আহম্মদ চৌধুরী ও মা আজিজের নেছা চৌধুরানী। তার পৈতৃক বাড়ি ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামের হাসানপুর চৌধুরীবাড়ি।