সর্বশেষ

» জকিগঞ্জ উপজেলা বিএনপির ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ২৪. এপ্রিল. ২০২২ | রবিবার

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতের ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসে থাকা আওয়ামী ফ্যাসিবাদকে হঠাতে প্রয়োজন ঐক্যবদ্ধ শক্তিশালী বিএনপি। জেলা বিএনপির কাউন্সিলে তৃনমূল বিএনপি যে আস্থা ও বিশ^াস রেখে আমাদের নির্বাচিত করেছে আমরা সেই বিশ^াসের মূল্য দিতে অঙ্গিকারাবদ্ধ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ শক্তিশালী বিএনপি গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশনায়ক তারকে রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পরিবেশ নিশ্চিত করতে প্রথমে এই স্বৈরাচারী সরকারকে হঠাতে হবে।
তিনি রোববার সন্ধ্যায় জকিগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে জকিগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীসহ গুমকৃতদের সন্ধান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুল বাইছ ও হেলাল আহমদ চৌধুরীর স্মরণে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, শহীদ জিয়ার নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। আওয়ামী দুঃশাসনে সেই গণতন্ত্র আজ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শহীদ জিয়ার প্রতিষ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ জিয়ার সৈনিকদেরকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। কারণ জাতি আজ জাতীয়তাবাদী শক্তির দিকে চেয়ে আছে। বিএনপি ডাক দিলেই আপামর জনতা রাজপথে নেমে আসবে।
মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর শাহ হেলাল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুহিনুর আহমদ, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি শরীফুল হক, বিএনপি নেতা অধ্যাপক বদরুল হক বাদল, তোফায়েল আহমদ চৌধুরী, আব্দুস শহীদ মাসুক, শাহীন আহমদ, নাছির উদ্দিন, আব্দুল মালিক মানিক, আলহাজ¦ চেরাগ আলী, জেলা বিএনপি নেতা দিদার ইবনে তাহের লস্কর, মনিরুল ইসলাম তুরণ, মাহবুবুল আলম, মিফতাউল ইসলাম মিফতা, ইসলাম উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন সামুন, জকিগঞ্জ পৌর বিএনপি নেতা রিপন আহমদ কাউসার, আব্দুস শাকুর, সালেহ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামছুল ইসলাম লেইছ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহেদুজ্জামান সাহেল ও সদস্য সচিব আব্দুস ছালাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম হেলাল আহমদের ছেলে আহমদ আল ইব্রাহিম চৌধুরী কায়কোবাদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা কামরুল ইসলাম সুমন।
অনুষ্ঠানে নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীসহ গুমকৃতদের সন্ধান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুল বাইছ ও হেলাল আহমদ চৌধুরীর মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মাগফেরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031