সর্বশেষ

» জেদ্দা থেকে ঢাকায় বিমানের বিশেষ ফ্লাইট ১১ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৬. সেপ্টেম্বর. ২০২০ | রবিবার

চেম্বার ডেস্ক:: আগামী ১১ সেপ্টেম্বর (শুক্রবার) সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (০৫ সেপ্টেম্বর) সংস্থাটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

করোনা ভাইরাসের কারণে ফ্লাইট বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারছেন না অনেক প্রবাসী বাংলাদেশি। তাদের দেশে ফেরার সুবিধার্থে ধারাবাহিক বিশেষ ফ্লাইটের অংশ হিসেবে জেদ্দা থেকে এ ফ্লাইট পরিচালনা করছে বিমান।জেদ্দা থেকে ঢাকায় ইকোনমি আসনে ভাড়া নিচ্ছে ২ হাজার ২০০ রিয়াল। একই সঙ্গে বাংলাদেশ ও সৌদি সরকারের স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের ভ্রমণ করতে হবে।ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) পাওয়া যাবে।করোনার কারণে গত মার্চ থেকে বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রয়েছে সৌদি আরবের সঙ্গে। ফলে গত ৬ মাসে দেশটিতে একাধিক বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে রাষ্ট্রায়ত্ত এ উড়োজাহাজ সংস্থা।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031