কানাইঘাটে শাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট কাজের শুভ সূচনা করলেন মুমিন চৌধুরী
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট দিঘীরপার ইউনিয়নের শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের মাটির কাজের শুভ সূচনা করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী। গত শনিবার বিকেল ৪টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরী স্কুলের মাটি ভরাট কাজের উদ্বোধন করেন। এ উপলক্ষে স্কুল মিলনায়তে এক সুধি সমাবেশের আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক হোসেন আহমদ চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দিঘীরপার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগের সভাপতি আলী হোসেন কাজল, সিলেট বারের আইনজীবি আওয়ামীলীগ নেতা মামুন আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সমাজসেবী ডাঃ জামাল উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য রমিজ উদ্দিন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ময়নুল হক, সাবেক ইউপি সদস্য কুতুব উদ্দিন, নজমুল ইসলাম, মাষ্টার খালেদ সাইফুল্লাহ, যুবলীগ নেতা কয়েছ আহমদ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ, সাংবাদিক জয়নাল আজাদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সরকারি অর্থায়নে স্কুলের মাঠ ভরাটের কাজের সূচনা করে উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী বলেন, কানাইঘাটে গ্রামীন জনপদের উন্নয়নের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন মূলক কর্মকান্ড এগিয়ে চলছে। ঐতিহ্যবাহী শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সম্পূর্ণ পর্যায়ক্রমে ভরাট করে সেখানে কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলা ও বিনোদনের উপযুগী করা হবে। তিনি কানাইঘাটে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে যারা দাবীদার হচ্ছে তারা মিথ্যুক ও উন্নয়নের বাধা প্রদানকারী এদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে। তিনি এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমতের উর্ধ্বে উঠে এক সাথে কাজ করার আহ্বান জানান তিনি।