সর্বশেষ

» মানুষ জাতীয় পার্টির সরকারকে ক্ষমতায় দেখতে চায়:আব্দুল্লাহ সিদ্দিকী

প্রকাশিত: ০২. এপ্রিল. ২০২২ | শনিবার

চেম্বার ডেস্ক:: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন করলে হবে না, সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে। সামনে পবিত্র মাহে রমজান মাস অথচ দ্রব্যমূল্যের উর্ধগতিতে মানুষের নাভিশ্বাস অবস্থা সে দিকে সরকারের কোন দৃষ্টি নেই। তাদের দলের মানুষ বাজার সিন্ডিকেট করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে।

তিনি শনিবার (২ এপ্রিল) দুপুরে জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী মিলনায়তনে জাতীয় যুব সংহতির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সিলেট জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

তিনি আরো বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি .এম. কাদেরের নেতৃত্বে জাতীয় পাটি সহ সকল অঙ্গ সংগঠনকে এধরনের কমকান্ডের্র বিরুদ্ধে তীব্র আন্দেলন গড়ে তোলতে হবে।

তিনি আরো বলেন, দেশের মানুষ জাতীয় পার্টির সরকারকে ক্ষমতায় দেখতে চায়, তাই যুব সংহতিসহ জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠন কে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিবেদিত হতে হবে।

জাতীয় যুব সংহতি সিলেট জেলার আহবায়ক মরতুজা আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাব্বীর আহমদ, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শহীদ লস্কর বশির, সিলেট জেলা জাতীয় পার্টির অন্যতম নেতা আলী হোসেন সরকার।

সিলেট জেলা যুব সংহতির সদস্য সচিব শাহান উদ্দিন নাজুর পরিচালানায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আলতাফুর রহমান আলতাফ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান মোঘল, ফয়সল আহমদ, হোসেন আহমদ, জাহানগীর শামীম বায়েস আহমদ, আক্তার হোসেন, দেলোয়ার হোসেন, মামুনুর রশীদ মামুন, আব্দুল মোমিত, আব্দুল কাদির মেম্বার, শাহীন আহমদ, লৎফুর রহমান মেম্বার, গোলাম হোসেন জবদানী, ময়নুল ইসলাম, মোহাম্মদ আলী কানু, সাদিক আহমদ, ইসলাম উদ্দিন, সেলিম আহমদ, শাহিন আহমদ, হাবিবুর রহমান মনু, সুমন শাহ, শাহবাজ আহমদ, আসাদুজ্জামান আসাদ প্রমুখ। পরে অতিথিবৃন্দ যুব সংহতির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।

 

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728