ঝিংগাবাড়ীতে মসজিদের জন্য মাইক সেট উপহার দিলেন প্রবাসী সাংবাদিক রাহিব ফয়ছল
চেম্বার ডেস্ক::
কানাইঘাট উপজেলার ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মীরমাটি পাঞ্জেগানা মসজিদের জন্য ১ সেট মাইক উপহার দিয়েছেন প্রবাসী সাংবাদিক রাহিব ফয়ছল। গতকাল শুক্রবার (২৫ মার্চ) বাদ জুম্মা এ মাইক সেট গ্রামবাসীর কাছে হস্তান্তর করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম। মাইক সেট পেয়ে গ্রামবাসী প্রবাসী সাংবাদিক সিলেটের বালাগঞ্জের কৃতি সন্তান রাহিব ফয়ছলের প্রতি কৃতজ্ঞতা জানান ও তাঁর সুস্থতার সহিত দীর্ঘ নেক জীবন এবং সমাজের ভালো ভালো কাজে আরও তাহার অংশগ্রহণ কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মীরমাটি জামে মসজিদের মুতয়াল্লী বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুর রহীম, মসজিদ কমিটির সভাপতি আখলাক আহমদ, বিশিষ্ট মুরব্বী মুজিবুর রহমান, ৭ নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদির, মুরব্বী ছালেহ আহমদ, প্রবাসী হারুন রশীদ প্রমুখ।