বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্যিক নৌ-চলাচল শুরু

চেম্বার ডেস্ক:: বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক নৌ-চলাচল শুরু হয়েছে। কুমিল্লার গোমতী নদী দিয়ে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে এই বাণিজ্যিক নৌ-চলাচল শুরু হল।

 

শনিবার দুপুরে ১০ টন সিমেন্টবাহী একটি ট্রলার কুমিল্লার দাউদকান্দি থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া বন্দরে পৌঁছানোর মধ্য দিয়ে এই নৌ চলাচলের উদ্বোধন করা হয়।

 

কুমিল্লার বিবির বাজার গোমতী নদীর অংশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান গোলাম সাদেক বেলুন উড়িয়ে এই নৌ-চলাচলের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

 

অপরদিকে ভারতের সোনামুড়ায়ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস। অনুষ্ঠানে যোগ দেয়ার পথে রীভা গাঙ্গুলি দাসকে কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে গার্ড অব অনার প্রদান করা হয়।