কোম্পানীগঞ্জের সাংবাদিক আব্দুল জলিলের বাবার ইন্তেকাল, নিউজচেম্বারের শোক

চেম্বার ডেস্ক:: কোম্পানীগঞ্জের সাংবাদিক আবদুল জলিলের বাবা ও উপজেলার নারাইনপুর গ্রামের বাসিন্দা মো. ইন্তাজ আলী ইন্তেকাল করেছেন। শুক্রবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটের সময় তিনি সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়সছিলো ৮০। তিনি স্ত্রী, ১০ ছেলে ৩ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের জানাযার নামাজ আজ শনিবার (১৯ মার্চ) বেলা ২টায় কোম্পানীগঞ্জের নারাইনপুর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। পরে মসজিদ সংলগ্ন কবরস্থানে লাশ দাফন করা হবে।

এদিকে, সাংবাদিক আবদুল জলিলের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিউজ চেম্বার টুয়েন্টফোর ডটকমের সম্পাদক তাওহীদুল ইসলাম।

গভীর শোক প্রকাশ করে এক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।