সর্বশেষ

» কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপন

প্রকাশিত: ১৭. মার্চ. ২০২২ | বৃহস্পতিবার

কানাইঘাট প্রতিনিধি :
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস কানাইঘাটে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯ টায় প্রশাসন চত্তরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অপন করা হয়। এর পর সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা পরবর্তী বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরন বাদ জোহর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে বঙ্গবন্ধু সহ তাহার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ, দোয়া মাহফলি, সিন্নি বিতরন অনুষ্ঠিত হয়। রাত ৮টায় বর্ণিল আতশবাজির আয়োজনের পাশাপাশি বিভিন্ন দপ্তরকে আলোক সজ্জায় সজ্জিত করা হয়। এছাড়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন চত্তরে ২৩ মার্চ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলার শোভ উদ্বোধন করা হয়। নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট সার্কেল এএসপি আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, সাধারন সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ সভাপতি জামাল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, স্বাস্থ্য কর্মকর্তা হিমান্ত শেখর পাল, মৎস্য কর্মকর্তা কারিশমা আহমদ জেসি, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভপতি এমএ হান্নান। বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন সহ অনেকে। এসব অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সহ নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। এছাড়া বঙ্গবন্ধুর ১০২’তম জন্ম দিবস উপলক্ষ্যে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে দিনভর বঙ্গবন্ধু জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728