সিলেট-৬ আসনের সাবেক এমপি ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া আর নেই
চেম্বার ডেস্ক:: সিলেট-৬ আসনের সাবেক দুইবারের স্বতন্ত্র সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া আর নেই ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। ড. সৈয়দ মকবুল হোসেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর কাছে লেচু মিয়া হিসাবেই বেশী পরিচিত ছিলেন।
দুইবারের নির্বাচিত স্বতন্ত্র সাংসদ হিসাবে তিনি এই নির্বাচনী এলাকার অনেক উন্নয়ন কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন।
তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন ও নির্বাচনী এলাকার সচেতন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে রাজধানী ঢাকায় দাফন করা হবে বলেও তাঁর পারিবারিক সূত্রে জানা যায়।
উল্লেখ্য, ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে এক মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
তারা তাঁর আত্মার শান্তির জন্য সিলেটসহ সারাদেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন।