বিশ্বের বিপন্ন মানুষের কণ্ঠস্বর শেখ হাসিনা: শ ম রেজাউল করিম
চেম্বার ডেস্ক:: শেখ হাসিনাকে বিশ্বের দূর্গত মানুষের নেতা হিসেবে উল্লেখ করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন- দেশের গন্ডি ছাড়িয়ে তিনি এখন বিশ্বের বিপন্ন মানুষের কন্ঠস্বর হিসেবে বিবেচিত হচ্ছেন।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত অগ্নিঝরা মার্চের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় প্রবাসীদের সুযোগ সুবিধা নিয়েও মতবিনিময় করেন প্রাণি সম্পদ মন্ত্রী।
স্থানীয় কেমব্রিজ রিন্জ এভিনিউয়ের সেমিনার হলে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফের সঞ্চালনায় এ আলোচনা অনুষ্ঠিত হয়।