তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে সিলেটের দু’জনের মৃত্যু

চেম্বার ডেস্ক:: তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই সিলেটীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

 

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) তুরস্ক ও গ্রিসের সীমান্তবর্তী শহর আলেক্সান্দ্রোপোলি শহরে তারা মারা যান।

 

নিহতরা হলেন, মো. আক্তার আহমেদ ও মো. মিজানুর রহমান।

 

নিহত মো. আক্তার আহমেদের বাড়ি সিলেট জেলার ওসমানী নগর উপজেলায় এবং মো. মিজানুর রহমানের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়।

 

গ্রিসে বাংলাদেশ কমিউনিটির সভাপতি আব্দুল কুদ্দুস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আক্তার আহমেদ ও মিজানুর রহমানের মরদেহ উদ্ধারের পর রাজধানী এথেন্সের ওমোনিয়ার আলজব্বার মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। বর্তমানে নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ২-৩ দিনের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্নের পর তাদের মরদেহ দেশে পরিবারের কাছে পাঠানো হবে।

আব্দুল কুদ্দুস জানান, মো. আক্তার আহমেদের বাড়ি সিলেটের ওসমানী নগর উপজেলায়। তার পিতার নাম মনোহর আলী। আর মিজানুর রহমানের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। তার পিতার নাম আসিদুর রহমান।