কানাইঘাটে ডাকাতির ঘটনায় একাধিক মামলার আসামী সাহাব গ্রেফতার
কানাইঘাট প্রতিনিধি :
গত শনিবার গভীর রাতে সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের লামা ঝিঙ্গাবাড়ী গ্রামের হাবিব উল্লার বাড়ীতে সৃষ্ট ডাকাতির ঘটনার সাথে জড়িত ২টি ডাকাতি সহ বেশ কয়েকটি মামলার আসামী সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। গত মঙ্গলবার রাত অনুমানিক ২টার দিকে ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের নিজ ঝিঙ্গাবাড়ী গ্রামের মৃত সিফত উল্লার পুত্র এলাকার চিহ্নিত অপরাধী সাহাব উদ্দিন @ ফকির আলী (৪২) কে থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম এর দিক নির্দেশনায় থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে বানীগ্রাম ইউনিয়নের ধলিবিলি দক্ষিন নয়াগ্রাম এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হন। ধৃত সাহাব উদ্দিনকে থানায় নিয়ে আসার পর পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে প্রাথমিক ভাবে গত শনিবার গভীর রাতে লামা ঝিঙ্গাবাড়ী গ্রামের হাবিব উল্লার একতলা বাড়ীতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসাবে বসবাসরত কুমিল্লা জেলার মুরাদনগর থানার বরইয়াকুড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের পুত্র স্থানীয় বোরহান উদ্দিন বাজারের স্বর্ণাকার আতিকুর রহমান রাজীবের গৃহে দুধর্ষ ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে সাহাব উদ্দিনের জবানবন্দীর সূত্র ধরে তাকে সাথে নিয়ে পুলিশ তার নিজ বাড়ীর বসত ঘরে তল্লাশি চালিয়ে ডাকাতির ঘটনার সাথে ব্যবহৃত রড কাটার একটি কার্টার, একটি কালো রংয়ের মাংকি ক্যাপ এবং কালো পোষাক উদ্ধার করেন। গতকাল বুধবার গ্রেফতারকৃত সাহাব উদ্দিনকে পুলিশ আদালতে সোপর্দ করে। ডাকাতির ঘটনার সাথে কারা কারা জড়িত রয়েছে তাদের পরিচয় সনাক্ত সহ ডাকাতির লুণ্ঠিত মালামাল উদ্ধার করার জন্য পুলিশ আদালতে সাহাব উদ্দিনের রিমান্ড চাইবে বলে থানার ওসি তাজুল ইসলাম পিপিএম জানিয়েছেন। এছাড়া এ ডাকাতির ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে বলে তিনি জানান। প্রসঙ্গত যে, গত শনিবার রাত অনুমান ৪টার দিকে স্বর্ণকার আতিকুর রহমান @ রাজীবের ভাড়াটিয়া বাসায় একদল ডাকাত হানা দিয়ে পরিবারের কতেক সদস্যকে বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা সহ অনুমানিক ৫ লক্ষ টাকার মালামাল দুর্বৃত্তরা নিয়ে যায়। এ ঘটনায় আতিকুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ডাকাতির পরপরই এলাকায় পুলিশ অভিযান চালিয়ে দুর্বৃত্তদের আটকের চেষ্টা করলে তাৎক্ষনিক কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে ২টি ডাকাতি সহ ৯টি মামলার আসামী ডাকাতির ঘটনার সাথে জড়িত এলাকার কুখ্যাত অপরাধী সাহাব উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত পুলিশ করতে পারবে বলে এ মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ জানিয়েছেন। ডাকাতির ঘটনার পর গত সোমবার সিলেটের পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দিন পিপিএম সহ সিলেটের সিআইডি ও ডিবি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।