ইসরাত জাহান জয়া’র কবিতা “আমার আমিতে”
চেম্বার ডেস্ক::
“আমার আমিতে”
….ইসরাত জাহান জয়া
আমার আমিতে খুঁজে পায় না,
পায় সুরের সাগরে।
আমার আমিতে প্রান হাসে না,
হাসে পাহাড়ী ঝর্ণার মাধুর্যতে।
আমার আমিতে কল্পনায় ভাসে না,
ভাসে রংধনুর সাতরঙে।
আমার আমিতে স্বপ্ন আঁকড়ে ধরে না,
ধরে সুবিশাল অম্বর তলে।
আমার আমিতে ভেবে পায় না,
পায় বিশাল সুনিবিড় জনসমষ্টিতে।
আমার আমিতে ঠাঁই দেয় না,
দেয় সবুজের সমারোহতে।
আমার আমিতে মেতে উঠি না,
উঠি সমুদ্রের একরাশ জলরাশিতে।
আমার আমিতে উড়ে বেড়ায় না,
বেড়ায় নীলের নীলাম্বরীতে।